26093

বিশ্ব রেকর্ড গড়ে ইতালি সাইক্লিস্টদের ৬১ বছরে প্রথম সোনা

স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিক গেমসে বিশ্ব রেকর্ড গড়ার পরের দিনই তা ভেঙে ফেলল ইতালির সাইক্লিস্টরা। ৬১ বছরে প্রথমবার পুরুষদের দলগত পারস্যুট ইভেন্টে অলিম্পিক চ্যাম্পিয়ন হলো তারা।

সিমোনে কানসোনি, ফিলিপ্পো গান্না, ফ্রান্সেস্কো লামোন ও জোনাথন মিলানের দল ডেনমার্ককে হারায় তিন মিনিট ৪২.০৩২ সেকেন্ড টাইমিংয়ে। যা বিশ্ব চ্যাম্পিয়ন ডেনিশদের চেয়ে ০.১৬৬ সেকেন্ড দ্রুত।

ads

এই ইভেন্টে ইতালি এখন অষ্টমবার চ্যাম্পিয়ন হলো। তবে ১৯৬০ সালের রোম অলিম্পিকের পর প্রথম। মঙ্গলবার প্রথম রাউন্ডে ৩.৪২.৩০৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড ভেঙেছিল। অস্ট্রেলিয়া জিতেছে ব্রোঞ্জ।

এই জয়ে ইতালি ভেঙে দিলো গ্রেট ব্রিটেনের আধিপত্য, যারা গত তিনটি অলিম্পিকের এই ইভেন্টে সোনা জিতেছিল।

ads
ad

পাঠকের মতামত