25517

করোনায় আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। মঙ্গলবার (২০ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। পরে পিসিআর ল্যাব থেকেও একই রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া। তিনি জেলা প্রশাসকের সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন।

ads

খোঁজ নিয়ে জানা গেছে, হায়াত-উদ-দৌলা খান নিজ বাসভবনের একটি কক্ষে আইসোলেশনে আছেন। তবে এখন পর্যন্ত তার জটিল কোনও উপসর্গ দেখা দেয়নি। গত ১৪ দিন আগে থেকে তার স্ত্রী-সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার পরীক্ষায় স্ত্রী-সন্তানের নেগেটিভ এলেও হায়াত-উদ-দৌলা খানের করোনা পজিটিভ আসে।

ads
ad

পাঠকের মতামত