20350

ঢাকায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান ও রাষ্ট্রদূতদের সাথে জন কেরির বৈঠক

ডেস্ক নিউজ: চার ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি।

এসময় তিনি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয় উন্নয়ন ব্যাংক, আইএমএফ এর স্থানীয় প্রধান এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও ইউএসএইড এর প্রতিনিধি জন স্মিথ শ্রিনের সাথে সাক্ষাৎ করেন।

ads

এসময় আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, অস্ট্রেলিয়া এবং জামানের হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ।

আজ শুক্রবার সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান জন কেরি। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার তাকে বিমানবন্দরে স্বাগত জানান। মাত্র চারঘণ্টার সফর শেষে আজই ঢাকা ত্যাগ করবেন তিনি।

ads

আগামী ২২ এপ্রিল ভার্চুয়ালি শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছেন জন কেরি। এই সম্মেলনে বিশ্বের ৪০ টি দেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধান ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

ad

পাঠকের মতামত