18112

কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমান: সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কর্মক্ষেত্রে নারী ও পুরুষের অধিকার সমান বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। দেশটিতে এক কোম্পানি তাদের নিয়োগের বিজ্ঞাপনে ‘শুধু পুরুষ’ প্রার্থীর আবেদনপত্র চাওয়ার পর এ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে এমন কথা বললো সৌদির মানবসম্পদ মন্ত্রণালয়।

সৌদি সরকার জানিয়েছে, কর্মক্ষেত্রে ‘শুধু পুরুষ’ প্রার্থীর নিয়োগ চেয়ে বিজ্ঞাপন দেয়া নিষিদ্ধ। আর চাকরিতে লিঙ্গভিত্তিক বৈষম্যও অবৈধ বলে জোরারোপ করেছে দেশটির সরকার। সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, ওই কোম্পানির বিজ্ঞাপন শ্রমের আইনের পরিপন্থী।

ads

মন্ত্রণালয় বলছে, দেশটির শ্রম আইন অনুযায়ী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে লিঙ্গভিত্তিকসহ যেকোনো বৈষম্যই অবৈধ। সৌদি আরবে লিঙ্গভিত্তিক বেশ কিছু আলাদা আইন রয়েছে। যার ফলে একজন নারী চাইলেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বা চলাফেরা করতে পারে না। কাজের ক্ষেত্রেও এটা প্রতিবন্ধকতা।

এসব আইনের মধ্যে অন্যতম ছিল- নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা, কাজ বা অন্য প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে পুরুষ অভিভাবকের অনুমতি ইত্যাদি। এমনকি নারী-পুরুষের জন্য আলাদা অফিসও রয়েছে দেশটি।

ads

তবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে ব্যাপক সংস্কারকাজ চালাচ্ছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এজন্য বেশকিছু যুগান্তকারী সিদ্ধান্তও নিয়েছেন তিনি। যেমন- নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ অভিভাবকত্বের নিয়মনীতিতে শিথিলতা।

ad

পাঠকের মতামত