18118

আবুধাবিতে অস্ত্র প্রদর্শনী, অংশ নিল বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিনব্যাপী অস্ত্র প্রদর্শনী। ৯শ’ প্রদর্শনকারীর অংশগ্রহণে রোববার মধ্যপ্রাচ্যের বৃহত্তম অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

দ্বি-বার্ষিক এই ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স করোনাভাইরাস সংক্রমণের পর আমিরাতের প্রথম সরাসরি অনুষ্ঠিত বৃহৎ অনুষ্ঠান। সাঁজোয়া যান থেকে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে। ৭০ হাজার অংশগ্রহণকারী এ প্রদর্শনীতে অংশ নেন।

ads

উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত জানায়, দক্ষিণ আফ্রিকার ড্রোন থেকে সার্বিয়ার কামান পর্যন্ত বিভিন্ন অস্ত্র আমিরাতের সামরিক বাহিনীকে সরবরাহের জন্য দেশটি এক দশমিক তিন ছয় বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি সম্পন্ন করেছে।

প্রদর্শনীতে অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’। আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনী চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ads
ad

পাঠকের মতামত