15345

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

মাইনুল হক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪০৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো: জাহাঙ্গীর খান চৌধুরী (নৌকা) পেয়েছেন ৩৬৬৩৯ ভোট। উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রের ফলাফলে ৩৯৫১ ভোটের ব্যবধানে জয়লাভ করেন এম এ জাহের।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ১৬৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ১৬৫ জন এবং মহিলা ভোটার ৭৪ হাজার ৯৯৮জন।

ads

উল্লেখ্য, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের মৃত্যুর পর এ পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে আনারস প্রতীক নিয়ে এম এ জাহের এবং নৌকা প্রতীক নিয়ে মো: জাহাঙ্গীর খান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ads
ad

পাঠকের মতামত