12185

নাঙ্গলকোট’র বাঙ্গড্ডায় দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

নাঙ্গলকোট প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বনায়ন কর্মসূচির আওতায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে বিভিন্ন প্রজাতীর দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের পাশে এসব চারা গাছ রোপন করা হয়।

আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসাইন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সচিব, কাজী আবু আশ্রাফ, ইউপি সদস্য আবু নছর, তাজুল ইসলাম, মনজুরুল হক, জামাল হোসেন, আব্দুল খালেক, খোরশেদ আলম, মোঃ এছহাক, এছহাক বেপারী, ইস্রাফিল বেপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ads

পরে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘যার জমি আছে,ঘর নেই – নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ এর লক্ষে প্রাপ্ত তালিকা সরেজমিনে যাচাই-বাছাই করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।

ads
ad

পাঠকের মতামত