11943

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য গড়ে তোলার আহবান

দেবীদ্বার প্রতিনিধি: ‘দেশের এ ক্রান্তিকালে আমাদের মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনায় শোষণহীন সমাজ তথা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। তার জন্য ন্যাপ, সিপিবি সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য গড়ে তুলতে হবে।’ রোববার দুপুরে উপমহাদেশের বাম রাজনীতির পুরুধা, বর্ষিয়ান রাজনীতিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকারের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহম্মদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় আলোচকগন ওই বক্তব্য তুলে ধরেন।

রোববার দুপুর সাড়ে ১২টায় প্রয়াত নেতা অধ্যাপক মোজাফ্ফর আহম্মদ’র নিজ বাড়ি কুমিল্লা দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে তারই প্রতিষ্ঠিত ‘এলাহাবাদ আদর্শ কলেজ মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় ন্যাপ দেবীদ্বার উপজেলা সভাপতি অনিল চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মমিনুর রহমান বুলবুল মাষ্টার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী ফারুক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল ক্কাফী রতন, ন্যাপ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক ইসমাইল হোসেন, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিতুল দাস, দেবীদ্বার উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিক বীর গেরিলা মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূঁইয়া, সিপিবি কুমিল্লা জেলা সভাপতি কমরেড আবুল বাশার, সাধারন সম্পাদক কমরেড পরেশ কর, কৃষক সমিতি কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সফিক খান, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য রিজভী আহাম্মেদ, সাইফুল ইসলাম মামুন, আ’লীগ দেবীদ্বার উপজেলা যুগ্ম সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারন সম্পাদক ড. এডভোকেট এ,কে,এম গোলাম ফারুক, এলাহাবাদ আদর্শ কলেজ’র অধ্যক্ষ এ,কে,এম জহীরুল ইসলাম, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল দত্ত, ন্যাপ চান্দিনা উপজেলা সভাপতি গোলাম মোহাম্মদ সুলতান প্রমূখ।

ads

স্মরণ সভার আগে প্রয়াত নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমেদ’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল’র পক্ষে, ন্যাপ, সিপিবি, আ’লীগ কেন্দ্রীয়, জেলা, উপজেলার পক্ষে, ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন’র বিশেষ গেরিলা বাহিনী, এলাহাবাদ কলেজ, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়, এলাহাবাদ গ্রামের জনগন, এলাহাবাদ ইউনিয়ন পরিষদ, নিউ ভিশন, ন্যাপ চট্রগ্রাম জেলা, চান্দিনা উপজেলা, মুরাদনগর উপজেলা এবং বিভিন্ন সামাজিক ও গণসংগঠন। নিউ ভিশণ’র উদ্যোগে ১০০ বিভিন্ন ফলজ ও অন্যান্য বৃক্ষ রোপন উদ্ভোধন করা হয়।

ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী ফারুক বলেন, আমরা কৌশলগত কারনে আমরা একটু দূরে থাকলেও অসাম্প্রদায়িক শোষণহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ন্যাপ- কমিউনিস্ট পার্টি মনের দিক থেকে অভিন্ন।

ads

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল ক্কাফী রতন বলেন, দেশের এ ক্রান্তিকালে দেশটা এগিয়ে নিয়ে যেতে ঐক্যের বিকল্প নেই, তাই আমাদের ৭২’র সংবিধান পূণ:প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের বাম- প্রগতিশীল রাজনীতিতে আলো ছড়ানো অনন্য ব্যক্তিত্ব, দেশের প্রবীণ রাজনীতিবিদ, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনা, কারা নির্যাতিত জননেতা, ধর্ম- কর্ম- সমাজতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিবনগর (প্রবাসী) সরকারের উপদেষ্টামন্ডলীর সর্বশেষ উপদেষ্টা, ১৯৭১-এ ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন’র যৌথ উদ্যোগে গঠিত বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী গঠনের অন্যতম উদ্যোক্তা, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সভাপতি, নির্লোভ- ত্যাগী রাজনীতিক ও ভাষা সৈনিক অধ্যাপক মোজাফফর আহমদকে স্মরণে রাখার জন্য এলাহাবাদ তার সমাধিকে ঘিরে প্রতি বছর ‘মুজাফ্ফর মেলার’ আয়োজন করতে হবে। চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ কার্যালয়ের পাঠাগারটি গণপাঠাগারে রূপান্তরিত করতে হবে, এখানে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চালু করা সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।

ad

পাঠকের মতামত