সচেতন নাগরিক কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: শোকের মাস আগষ্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভায় আয়োজন করে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। গত মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকেলে কুমিল্লা নগরীর হিলটন টাওয়ারে চার্টার্ড লাইফ ইনসিওরেন্স অফিসের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী।
শোক সভায় জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব এডভোকেট মাহাবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবদুল মোমিন, জাসদ নেতা অধ্যক্ষ সফিকুর রহমান,বিমেলেন্দু নারায়ন মজুমদার, জেলা কালচারাল কমপ্লেক্সের সাধারন সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন সিদ্দিকী, শাহাজাহান সিরাজ, সাবেক জিএস রোটারিয়ান জাকির হোসেন, জাসদ নেতা এডভোকেট শহীদুল হক স্বপন, জাহাঙ্গীর আলম হাজারী, সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সাংবাদিক ওমর ফারুকী তাপস, কাজী নাসিমুল হক, ডাঃ হারুনুর রশিদ, বদরুল হুদা জেনু, সাংবাদিক শহিদ উল্লাহ ও সাংস্কৃতিক সংগঠক চন্দন দাস সহ আরো অনেকে।
সভা পরিচালনা করেন কুমিল্লা শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খাদেম মোঃ ফিরোজ।