11681

কুমিল্লায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল ফজল মীর পিএএ এর নির্দেশনায় আজ কুমিল্লা মহানগরী, আলেখারচর, পদুয়ার বাজার, জাঙ্গালিয়া ও ক্যান্টনমেন্ট বাসস্ট্যান্ড এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সম্প্রতি কুমিল্লা জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে যথাযথভাবে গণপরিবহনে স্বাস্হ্যবিধি প্রতিপালিত হচ্ছে কিনা, পথচারী ও দোকান-পাটে ক্রেতা-বিক্রেতাগণ মাস্ক পরিধানসহ  যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা এবং করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১২টি মামলায় মোট ৪১,৮০০/- ( একচল্লিশ হাজার আটশো) টাকা জরিমানা করা হয়।

ads

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার৷

ads

মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন জেলা  আনসারের সদস্যবৃন্দ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ অন্যান্য অপরাধ নিবারণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার৷

ad

পাঠকের মতামত