10379

সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তিতাস জাতীয় পার্টির দোয়া ও মিলাদ

তিতাস প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লী বন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে তিতাস উপজেলা জাতীয় পার্টি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে উপজেলা সদর কড়িকান্দি বাজারস্থ্য জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ মহতি অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয় পার্টি ও সহযোগি অঙ্গসংগঠন।

ads

অনুষ্ঠান শুরুর আগ মুহুর্তে প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোবাইল কনফারেন্সে কথা বলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক এমপি আলহাজ্ব আমির হোসেন ভূইয়া।এসময় তিনি আলোচনা সভায় উপস্থিত নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন এবং সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কেন্দ্রীয় প্রোগ্রামে অংশ গ্রহনের কারণে তিনি তিতাসে উপস্থিত থাকতে না পারায় সকলে মিলেমিশে দোয়া-মাহফিল সফল করারও পরামর্শ প্রদান করেন।

তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও হোমনা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এটিএম মঞ্জরুল ইসলাম শামীম।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলাজাপার সহ-সভাপতি রেজাউল করিম মাষ্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কবির হোসেন সওদাগর, নাজির মোল্লা, হোমনা উপজেলা জাপা’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোবারক হোসেন মিন্টু, তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. শেখ ফরিদ মুন্সি, হোমনা উপজেলা জাতীয় যুব-সংহতির সভাপতি মো. সরকার মুকুল মাহমুদ, তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনির মুন্সি, হোমনা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি এ.আর আল আমিন শাওন, তিতাস উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান (আবু সাঈদ), জিয়ারকান্দি ইউনিয়ন জাপার সভাপতি মো.খালেক মোল্লা, মজিদপুর ইউনিয়ন জাপার সভাপতি মো. ইমাম হোসেন, কড়িকান্দি ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মো. শাহজালাল রিপন, জগতপুর ইউনিয়ন জাপার সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদ, বলরামপুর ইউনিয়ন জাপার সভাপতি শেখ ফরিদ প্রধান, নারান্দিয়া ইউনিয়ন জাপার সভাপতি মো. হুমায়ূন কবির, তিতাস উপজেলা জাপার সদস্য আজহারুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা মহিলা পার্টির সভাপতি শেফালী বেগম, কড়িকান্দি ইউনিয়নের হালিমা খাতুন রত্না মেম্বারসহ হোমনা-তিতাস উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা পরিচালনা করেন তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সী।

দীর্ঘ ৯বছরের সফল রাষ্ট্রনায়ক প্রয়াত পল্লী বন্ধুর প্রথম মৃত্যু বার্ষিকীর আলোচনায় বক্তরা বলেন, ৬৮ হাজার গ্রামবাংলার মানুষের প্রানের নেতার সুযোগ্য নেতৃত্বের অধিকারী তিতাস-হোমনার গণমানুষের আপনজন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মো. আমির হোসেন ভূইয়া কুমিল্লা-২ আসনে যে উন্নয়ন করেছেন; তা ৭১’র পরবর্তীতে আর হয়নি। তিতাস-হোমনায় সাবেক সাংসদ আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়ার হাতেই অসংখ রাস্তা-ঘাট নির্মান ও সংস্কার হয়েছে। ব্রিজ-কালভার্ট নির্মান ও সংস্কার হয়েছে। সাথে হোমনা তিতাসে অভূতপূর্ব উন্নয়নের স্বাক্ষি হয়ে থাকবে অগনিত স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ভবন নির্মানসহ সরকারী করণের ফলে। এছাড়াও এলাকার বিভিন্ন উন্নয়নে আমির হোসেন ভূঁইয়ার অবদান স্বর্ণাক্ষরে লিখা থাকবে হোমনা-তিতাসের মেহনতি মানুষের হৃদয়ে। কারন তিনি কোন ধোঁকাবাজিতে বিশ্বাসী ছিলেন না। এমপি আমির হোসেন ভূঁইয়ার আমলে কোন চাঁদাবাজি হয়নি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আগামীতে তিনি আবারো জনগণের ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হবেন।

অনুষ্ঠানে শেষে কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া করে তাবারুক বিতরণ করা হয়।

ad

পাঠকের মতামত