9273

মাধুরী দীক্ষিত প্রথম পাওয়া গান উৎসর্গ করলেন করোনা যোদ্ধাদের

বিনোদন ডেস্ক: বলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনয় দক্ষতার পাশাপাশি নাচেও সমান জনপ্রিয়। সেই মাধুরীই এবার একেবারে অন্য ভূমিকায়। লকডাউনের সময় নানা ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখার পাশাপাশি জীবনের প্রথম গান প্রকাশ করলেন নায়িকা। হলেন গায়িকা। গানের নাম ‘ক্যান্ডেল’ অর্থাৎ, মোমবাতি।

এই গানটি তিনি উৎসর্গ করলেন করোনা-যোদ্ধা হিসেবে নিয়োজিত চিকিৎসকদের।

ads

ভারতীয় গণমাধ্যম এই সময়’এর খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল গান গাইতে চলেছেন তিনি। শেষ পর্যন্ত মিলেছিল তারই ঝলক। নিজের প্রথম গাওয়া একক গানটি করোনা-যোদ্ধাদের উৎসর্গ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বলিউডের এই তারকা অভিনেত্রী।

ads

তবে কয়েকদিন আগেI For India ভার্চুয়াল কনসার্টেও গান গেয়েছিলেন মাধুরী। এড শেরিনের পারফেক্ট গেয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তার ছেলে অরিন। সে পিয়ানো বাজাচ্ছিল। মাধুরী সেই ভিডিয়োও শেয়ার করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে।

ad

পাঠকের মতামত