8538

বরুড়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

বরুড়া প্রতিনিধি: কুমিল্লা জেলার বরুড়ায় কৃষকের ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বরুড়ার সন্তান মোঃ ইসমাইল হোসেন মোল্লার নেতৃত্বে কৃষকের ধান কাটা হয়। গতকাল মঙ্গলবার উপজেলার শিলমুড়ি ইউনিয়নের জীবনপুর গ্রামে কৃষক আওয়াল মিয়ার ৮৮ শতক পাকা ধান কটেন নেতাকর্মীরা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ও কৃষিশ্রমিকের সংকটের কারণে বিপাকে পড়েছেন অনেক কৃষক। কৃষি শ্রমিকের অভাবে ধান কাটতে পারে না এমন কৃষকের পাশে দেশব্যাপী দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আগে কুমিল্লায় উত্তরবঙ্গের কৃষি শ্রমিক পাওয়া যেত। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে উত্তরবঙ্গের শ্রমিক না থাকায় বিপাকে পড়েছেন কুমিল্লার অনেক প্রান্তিক কৃষক। বরুড়া উপজেলার জীবনপুর গ্রামের কৃষক আওয়াল মিয়াও বিপাকে পড়েছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক আওয়াল মিয়ার ধান কেটে পাশে দাঁড়িয়েছে।

ads

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে
এই স্লোগান কে সামনে রেখে কৃষি বান্ধব নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্রলীগের আহবানে আমরা অসহায় গরীব কৃষকের পাশে দাঁড়িয়েছি।

ads

ধান কাটায় কুমিল্লা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  ইসমাইল হোসেন মোল্লা,  বরুড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক  শাহাদাত হোসেন সাগর সহ বরুড়া উপজেলা ছাত্রলীগ, বরুড়া পৌরসভা ছাত্রলীগ, বরুড়া শহীদ স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ad

পাঠকের মতামত