8385

কুমিল্লায় ভোক্তা অ‌ধিদপ্তরের অ‌ভিযান, ৭ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

বুড়িচং প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালকের সা‌র্বিক নি‌র্দেশনায় এবং প‌রিচালক প্রশাসন’র তত্ত্বাবধা‌নে কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলামের নেতৃ‌ত্বে রমজানের ২য় দি‌নে নিত্যপ‌ণ্যের দাম স্বাভা‌বিক রাখ‌তে কু‌মিল্লার আদর্শ সদর উপ‌জেলার ঝাউতলা এলাকার দু‌টি সুপারসপ ও বু‌ড়িচং উপ‌জেলার নিমসার পাইকা‌রি বাজা‌রে তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এছাড়া টাউনহল মাঠ ও ঈদগাহ এ‌লাকার ন্যায্যমূ‌ল্যের ট্রাক‌সেলও ম‌নিট‌রিং করা হয়।

এ সময় মিথ্যা ঘোষণা দ্বারা ভোক্তা সাধারণ‌কে প্রতা‌রিত করা, বে‌শি দা‌মে পণ্য বি‌ক্রি ও দৃশ্যমান স্থা‌নে প‌ণ্যের মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় তিন‌ সব‌জির আড়ৎদার, দুই আদার আড়ৎদার, এক পেঁয়াজের আড়ৎদার ও এক‌টি সুপার শপসহ মোট সাতটি প্র‌তিষ্ঠান‌কে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ৪১,০০০ টাকা জ‌রিমানা করা হয়। এ সকল বাজা‌রে হ্যান্ড মাই‌কের মাধ্য‌মে দৃশ্যমান স্থা‌নে প‌ণ্যের মূল্য তা‌লিকা প্রদর্শন, কারসা‌জি ক‌রে প‌ণ্যের দাম বৃ‌দ্ধি না কর‌তে, পাইকা‌রি ক্র‌য়ের ভাউচার সংরক্ষণ ও শা‌রী‌রিক দূরত্ব বজায় রে‌খে পণ্য ক্রয়-‌বিক্র‌য়ের অনু‌রোধ করা হয়। সং‌শ্লিষ্ট বাজার ব্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

ads

আছাদুল ইসলাম জানান, জনস্বা‌র্থে এ ধরনের তদার‌কি অ‌ভিযান অব্যাহত থাকবে৷

ads
ad

পাঠকের মতামত