8265

লাকসাম-মনোহরগঞ্জ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এলজিআরডি মন্ত্রীর মতবিনিময়

মনোহরগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধ ও সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায় করণীয় প্রসঙ্গে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে মনোহরগঞ্জ নিজ বাসভবনে এবং বিকেলে লাকসাম নিজ বাসভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মন্ত্রী মতবিনিময় করেন।

ads

মতবিনিময় কালে মন্ত্রী বলেন, মানুষের সচেতনতার অভাবে এখনো কোথাও কোথাও সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। তবে এ বিষয়টি স্থানীয় সরকারের প্রতিনিধিরা মনিটরিং করছেন। সময়ের ব্যবধানে তা নিশ্চিত হবে বলে আশা করা যায়। করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলেও সরকারের খাদ্য ও ত্রাণ তৎপরতার কোন ঘাটতি হবে না।

মন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি মন্ত্রণালয় দায়িত্বশীল ভাবে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। শীঘ্রই আমরা করোনা মোকাবেলায় সফল হবো ইনশাআল্লাহ। করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করায় লাকসাম-মনোহরগঞ্জের প্রশাসন ও আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে মন্ত্রী ধন্যবাদ জানান।

ads

এসময় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউনুছ ভূঁইয়া, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট তানজিনা আক্তার, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়সী সাহা, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম হিরা, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আবুল বাশার মজুমদার, লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন, মনোহরগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন ভুঁইয়া, পৌর প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, কাউন্সিলর খলিলুর রহমান, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, শাহ আলম, মোহাম্মদ উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ন আহ্বায়ক জানে আলম, আমির হোসেন, মহি উদ্দিন, এম এইচ নোমান, লাকসাম উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, আবদুল মন্নান, কামাল হোসেন, ইকবাল হোসেন, জিয়াউর রহমান শাহীন জিয়া, মোস্তফা কামাল, মহিন উদ্দিন চৌধুরী, আল আমিন ভুঁইয়া, আবদুল হান্নান হীরণ, মাষ্টার রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, ওমর ফারুক, নিজাম উদ্দিন শামীম, আলী আহম্মেদ, রুহুল আমিন, আব্দুল আউয়াল মজুমদার, হারুনুর রশিদ, রশিদ সওদাগর, শাহীদুল ইসলাম শাহীন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক মো. সেলিম কাদের চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ আরো অনেকে।

ad

পাঠকের মতামত