7197

করোনা প্রতিরোধে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ’র উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ঐতিহ্যের বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ নিয়েছে এক ব্যতিক্রমী ও অনুকরনীয় উদ্যোগ। করোনাভাইরাস রোধে হাজী বাহার এমপি’র অর্থায়নে নিজেদের তৈরী ১২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করছেন কুমিল্লার বিভিন্ন পেশার মানুষের মাঝে। শনিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসের বঙ্গবন্ধু মূর‌্যালের সামনে কর্মচারীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো.রুহুল আমিন ভূঁইয়া ও কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল।

ads

এসময় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো.আবু জাফর খান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবদুল কুদ্দুসসহ রসায়ন বিভাগের শিক্ষক ও হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজে নিয়োজিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের বেশি ঝুঁকিতে থাকা স্বাস্থ্য কর্মী, গণমাধ্যম কর্মী, পরিবহন শ্রমিক, সেলুন কর্মী, দোকানদার, দিনমজুর, হকার সহ কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।

ads
ad

পাঠকের মতামত