7079

লাকসামে ১২টি প্রতিষ্ঠানে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসকে পূঁজি করে অবৈধ মজুদ ও চাউলের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধির দায়ে লাকসামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২টি ব্যবসায়ী চালের আড়তের ৩লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা করা হয় ওই ব্যবসায়ীদের মেসার্স নিতাই চালের আড়ৎ ১ লাখ, পুলিন বিহারী চালের আড়ৎ ১ লাখ, মেসার্স মা ট্রেডার্স চালের আড়ৎ ৫০ হাজার, মেসার্স মাওলানা আবদুল মতিন চালের আড়ৎ ২০ হাজার, মিয়াজান চালের আড়ৎ ২০ হাজার, মেসার্স পুতুল সাহা চালের আড়ৎ ২০ হাজার, মেসার্স হৃদয় ষ্টোর চালের আড়ৎ ২০ হাজার, মেসার্স সোহরাব ষ্টোর ১৫ হাজার, মাসুম ব্রাদার্স ১০ হাজার, মেসার্স আবুল কালামের চালের আড়ৎ ১০ হাজার, নিতাই সাহার চালের আড়ৎ ১০ হাজার এবং শংকর রায়ের চালের আড়ৎ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ads

উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসেনর যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম। এ সময় লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনসহ একদল পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম জানান, গত কয়েকদিন যাবত চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধি ও গুদামজাত করনের সংবাদে পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ads
ad

পাঠকের মতামত