6493

মুরাদনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ

মুরাদনগর প্রতিনিধি: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ শ্লোগাণকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আলম, ভেটেরিনারি সার্জন ডা: ইসরাত জেরিন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ফসিউল হক জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সবুজ চন্দ্র দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান বিএসসি, রুহুল আমিন ও আবুল হাশেম প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত