5760

হোমনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে৷ গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুক্তিযুদ্ধ কর্ণার ও বন্ধুর দেয়াল উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) এসিল্যান্ড তানিয়া ভুইয়া, মেয়র এ্যাড. নজরুল ইসলাম, থানার (ওসি) মো.আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান খন্দকার, কুমিল্লা (উঃ) জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সস্পাদক মো. আকবর হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন (ফারুক) প্রমূখ।

ads

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন স্থির চিত্রসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই সংরক্ষণ করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত