হোমনার জয়পুর ইউনিয়নে ভাতা ভোগিদের উন্মুক্ত যাচাই বাছাই
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ২০১৯-২০ইং অর্থ বছরের বিধবা, বয়ষ্ক ও প্রতিবন্ধি ভাতা ভোগিদের যাচাই বাছাই লক্ষ্যে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জয়পুর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়নের সকল ওয়ার্ডের এসব ভাতা ভোগি ব্যক্তিদের উপস্থিতিতে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহীদ. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মো. মতিউর রহমান, ইউনিয়ন সমাজকর্মী মো. মোসলেহ উদ্দিন ও মো. শাহ জাহান সরকারসহ সকল ইউনিয়নের পুরুষ ও মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ads