5414

জগন্নাথপুরে “এলইডি টিভি ব্যাডমিন্টন টুর্নামেন্ট” এর ফাইনাল ও পুরস্কার বিতরণী

মাইনুল হক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শনিবার (২৫ জানুয়ারি) রাতে দৌলতপুর বয়েজ ক্লাব এর আয়োজনে “এলইডি টিভি ব্যাডমিন্টন টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে৷

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ৷

ads

আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আলী হোসেন, ২নং ওয়ার্ড জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দলিল লেখক রবিউল হাসান রবি, কুমিল্লা মুক্তি হসপিটাল এর পরিচালক ডাক্তার সাইদুজ্জামান আখন্দ রনি, ১নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির আহমেদ (ফুটবলার), ২নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ৷

খেলার ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা৷

ad

পাঠকের মতামত