“অভয় চরণ নৃত্যাঙ্গন” এর ১০ম বর্ষপূর্তি শুক্রবার
মাইনুল হক: অভয় চরণ নৃত্যাঙ্গন এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ উক্ত অনুষ্ঠানটি কুমিল্লা টাউন হল মিলনায়তনে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অভয় চরণ নৃত্যাঙ্গনের সভাপতি নৃত্য পরিচালক পপি সূত্রধর৷
ads
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জামাল নাছের প্রমুখ৷
সংগঠনের পক্ষ থেকে চরণ নৃত্যাঙ্গনের সভাপতি নৃত্য পরিচালক পপি সূত্রধর সকলকে অনুষ্ঠানে যোগদানের অমন্ত্রণ জিনিয়েছেন৷
ads