5246

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার রাতে মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ বাজার, পোমগাঁও বাজার, মান্দারগাঁও বাজার, মরহ বাজার, উত্তর হাওলা ইউনিয়নের আতর আলী মার্কেট, নাথেরপেটুয়া পুরান বাজার, নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশন, খিলা বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ads

মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিকের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণকালে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, আব্দুল বাকী মিলন, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার নুরুন্নবী চৌধুরী সেলিম, সাংগঠনিক সম্পাদক জিএম আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা মাহবুব আলম, সাংবাদিক আলমগীর হোসেন, বেলায়েত হোসেন, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম শিমুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ads

উল্লেখ্য, দুস্থ-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরণ সহ ঐক্যবদ্ধ ভাবে সামাজিক ও সেবামূলক যে কোনো কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রাখে মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা। সমাজসেবায় সংবাদকর্মীদের স্বতঃফূর্ত অংশগ্রহণে সন্তুষ্ট মনোহরগঞ্জের নাগরিকরা।

ad

পাঠকের মতামত