জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অতি: জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীকে বিদায় সংবর্ধনা
মাইনুল হক: কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীর বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী চৌধুরী, প্রফেসর শান্তিরঞ্জন ভৌমিক, এড. গোলাম ফারুক, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান প্রমুুখ৷
এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মোঃ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারী, লেখকগবেষক ড. আলী হোসেন চৌধুরী, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র চক্রবর্তী, ডা. ইকবাল আনোয়ার, ডা. মল্লিকা বিশ্বাস, নাট্যজন শাহজাহান চৌধুরী, কবি সৈয়দ আহমাদ তারেক, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, এ.আর মজুমদার সফি, এড. শহিদুল হক স্বপন, সাংবাদিক অশোক বড়ুয়া, খাইরুল ইসলাম মানিক, লেখক-সাংবাদিক আবুল কাসেম হৃদয়, হুমায়ুন কবির রনি, দেলোয়ার হোসেন জাকির, মাইনুল হক সহ কুমিল্লার সাংস্কৃতিক সংগঠক-কর্মী, কবি-সাহিত্যিক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীগণ।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুমিল্লা সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্যজোট, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠনসমূহ, আবৃত্তি ও নৃত্য সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বিদায়ী শুভেচছা জানানো হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।