5138

কুমিল্লায় নানা অভিযোগে জননী ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

মাইনুল হক: লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা ও মানসম্মত সেবা না দেওয়ায় অভিযোগে কুমিল্লা নগরের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ads

প্রতিষ্ঠানটি হলো- কুমিল্লার মহানগরের ঝাউতলাস্থ জননী ডায়াগনস্টিক সেন্টার।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কুমিল্লা জেলা সিভিল সার্জন।

ads

জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমানের নেতৃত্বে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন টিম এ অভিযান পরিচালনা করে। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন চেতনায় একাত্তর নিউজকে জানান, লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা, মানসম্মত সেবা না দেওয়া, অদক্ষ টেকনিশিয়ান, নোংরা পরিবেশ এবং নিন্মমানের যন্ত্রপাতির অভিযোগে জননী ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

ad

পাঠকের মতামত