বুড়িচংয় দেবপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ ২ নারী আটক
নিজস্ব প্রতিবেদক: বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২নারী মাদক কারবারি আটক। রবিবার দুপুরে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই খায়ের ও এএসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুড়িচং থানাধীন ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গোমতী ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ২ নারী মাদক কারবারিরা হলো লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার সেফালীপাড়া গ্রামের জাকির মিয়ার মেয়ে লিজা আক্তার জাকিয়া(১৯) ও সিলেট জেলার জোকিগঞ্জ উপজেলার মৃত রাজু মিয়ার জোবেদা আক্তার তানিয়া(১৮)।
দেবপুর ফাঁড়ি পুলিশের এএসআই নজরুল সত্যতা নিশ্চিত করে জানান, সুকৌশলে গাঁজা বহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে তদের গ্রেফতার করা হয়। আটক নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
ads