4974

কুমিল্লা জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ওয়াজ মাহফিলে যেন কোন বিতর্কিত বক্তা ওয়াজ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে৷ মাহফিলে মাইক ব্যবহারের পরিবর্তে প্যান্ডেলের ভিতরে সাউন্ড বক্স ব্যবহারে উৎসাহিত করতে হবে। পদুয়ার বাজার বিশ্বরোডে সিএনজি পারাপারে তদন্ত কমিটি আগামী মঙ্গলবার পরিদশর্ন করে জনদূর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

কুমিল্লায় ডিসেম্বর মাসে রিভালবার, পাইপগান গুলি ও অন্যান্য অস্ত্রসহ মোট ২৬ টি অস্ত্র উদ্বার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খুন, ডাকাতি ও মাদকসহ নানা অভিযোগে ৩৬২টি মামলা দায়ের হয়েছে। ডিসেম্বর মাসে ১৯১টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৩২টি মামলা দায়ের করে ২৩ লক্ষ ৫০ হাজার ৭৫০ টাকার জরিমানা ও ৫৬ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ এসব কথা বলেন।

ads

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, উপজেলা চেয়ারম্যানবৃৃৃৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যন্য সদস্যবৃন্দ।

ads

সভার শুরুতে মুক্তিযোদ্বের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর বিশ্বস্থ সহচর কুমিল্লার প্রথম প্রশাসক এডভোকেট আহমেদ আলীর মৃত্যুতে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, ভারতে এক লিটার পেট্রোল ৮৫ রুপি বাংলাদেশে ৬৫ তাই কোন ভারতীয় গাড়ী যেন অতিরিক্ত পেট্রোল নিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কামাল হোসেন জানান, কুমিল্লা ট্রাফিক পুলিশ বিগত দিনে ব্যাটারী চালিত রিকশার ৫৯৬টি  মোটর ও ২৩৮২টি ব্যাটারি আটক করে নিলামের মাধ্যমে ৯,৩৪,১৩৮ টাকা বিক্রি করা হয়েছে। বর্তমানে ৭০ টি মটর ২৭১ টি ব্যাটারী মজুদ আছে।

কুমিল্লায় অবৈধ ভাবে কোর্ট ফি নকলের দায়ে সাব-রেজিষ্ট্রি অফিসসহ জেলা প্রশাসক কার্যালয়ের ভেন্ডারের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল কোর্ট ফি আটক করা হয়েছে। সভায় কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মাঞ্জারুল ইসলাম ও সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বদলী জনিত কারনে অন্যত্র চলে যাওয়ায় শেষ সভা হিসেবে বিদায় গ্রহন করেন।

ad

পাঠকের মতামত