4773

সিটিভি নিউজ ২৪ ডট কম’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাইনুল হক: মঙ্গলবার বেলা ১২টায় কুমিল্লা প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে সিটিভি নিউজ ২৪ ডট কম’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৭ জানুয়ারি ২০১৫ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে এ অন লাইন পত্রিকাটি৷
পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি, সাংবাদিক, লেখকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার সাখাাাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটিভি নিউজের উপদেষ্ঠা শারমিন আউয়াল পারভেছ বাপ্পি৷

ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার মীর আহসানুল কবির, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, সম্প্রতি বেগম রোকেয়া পদক প্রাপ্ত ও বিশিষ্ট নারী নেত্রী পাপড়ি বোস, বীর মুক্তিযোদ্ধা সহিদুল হক, বিশিষ্ট চিকিৎসক ও বিএমএ’র সাবেক সভাপতি ডা: ইকবাল আনোয়ার, এটিন বাংলার খায়রুল আহসান মানিক, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ন কবির রনি৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিটিভি নিউজের প্রধান সম্পাদক ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস৷

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সময় টেলিভিশনের রিপোর্টার বাহার রায়হান, দৈনিক শিরোনাম ও আরটিভির সাংবাদিক সম্পাদক সালাউদ্দিন সুমন, দৈনিক নতুন কাগজের ব্যুরো চীফ ও চেতনায় একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক, আমাদের সময় ডট কমে’র কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার এমদাদুল হক সোহাগ, নতুন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হালিম সৈকত, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, দুর্ণীতির সন্ধানে’র প্রতিনিধি রফিকুল ইসলাম, পথিকৃত কুমিল্লার নির্বাহী সম্পাদক সুমন কবির, অন নিউজ ২৪ এর হেড অব নিউজ মোঃ জহিরুল হক বাবু, জাগো কুমিল্লার অমিত মজুমদার, সকালের সময়ের আনোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আসাদুল হক, বাংলার আলোড়ন পত্রিকার ফটো সাংবাদিক তুহিন আহাম্মেদ, দৈনিক সকালের খবরের রিপোর্টার শিউলী বেগম, সাংবাদিক শাহিন আলম, সিএনএন টিভির স্টাফ রিপর্টার রবিউল বাসার খান, একুশে টিভির কেমেরাম্যান উজ্জল হোসেন সহ কুমিল্লার কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান সম্পাদক ওমর ফারুকী তাপস সকলকে ‘সিটিভি নিউজ’ পরিবারের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিগত পাঁচবছর আগে আমরা‘সিটিভি নিউজ ২৪ ডট কম’ প্রকাশের কাজ শুরু করে ছিলাম। আমাদের লক্ষ্য সমাজের কোথায় কি ঘটছে তা তুলে ধরা, তথ্য সেবা দেওয়া। তিনি অতিথিসহ উপস্থিত সকলকে, সিটিভি নিউজের লেখক, সাংবাদিক ও পাঠকদের কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথির অতিথির বক্তব্যে শাখাওয়াত হোসেন বলেন, সংবাদপত্র জ্ঞানের ভাণ্ডার, সমাজের প্রতিচ্ছবি, ইতিহাসের রক্ষক ও সংরক্ষক। বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল গুলোর কারণে আমরা দেশ বিদেশের যে কোন সংবাদ তাৎক্ষণিক পেয়ে যাচ্ছি৷ তবে বর্তমানে বাংলাদেশে সব চেয়ে বেশি আলোচনার বিষয় গুজব। পদ্মা সেতুতে মাথা নিয়ে গুজব: ছেলেধরা সন্দেহে গণপিটুনি, লবণ নিয়ে গুজব তা প্রতিনিয় ঘটে যাচ্ছে কিছু অসাধু ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার কারণে। আপনারা এই গুজব এবং সব সময় সত্য প্রকাশে সচেষ্ট থাকবেন। সংবাদ পরিবেশনে ‘সিটিভি নিউজ’ অগ্রণী ভূমিকা পালন করছে। আমি সিটিভি নিউজ ২৪ ডট কমে’র সাফল্য কামনা করি।

আলোচনা সভা শেষে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অন্যান্যরা৷

ad

পাঠকের মতামত