কুমিল্লার লাকসামে পৈশাগী ডি.ডি.এম বিদ্যা নিকেতন উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পূর্ব (নরপাটি) ইউনিয়নের পৈশাগী আশ্রয়ণ প্রকল্পে ‘পৈশাগী ডি.ডি.এম (ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট) বিদ্যা নিকেতন’ উদ্বোধন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত দরিদ্র জনগোষ্ঠীর ভবিষ্যত প্রজন্মের শিক্ষার অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল আনুষ্ঠানিক ভাবে এ স্কুল উদ্বোধন করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এনায়েত উল্লাহ্, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলাল প্রমুখ।
ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেয়ার অঙ্গিকার বাস্তবায়নে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে উন্নত দেশ গড়া সম্ভব নয়। উন্নত দেশ গড়তে সকল শ্রেণির মানুষকে শিক্ষার আওতায় আনতে হবে।’
অনুষ্ঠানে ইউপি সদস্য আবদুল মান্নান, জামাল খাঁন, সফিকুর রহমান, হানিফ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন দুলাল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মনির হোসেন সহ স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।