ময়মনসিংহে এসপি শাহ আবিদের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) শাহ আবিদ হোসেনের কর্মস্থলে নয়া পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
এ লক্ষে বিদায়ী পুলিশ সুপার শাহ আবিদ হোসেন পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। পরে বিদায়ী পুলিশ সুপার নাবগত পুলিশ সুপারকে সাথে নিয়ে পুলিশ লাইন্সে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি চেতনা অম্লানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি হুমায়ুন কবির, এস এ নেওয়াজী, আল আমিন, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ফুলবাড়িয়ার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানসহ পুলিশ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দুপুরে বিদায়ী পুলিশ সুপার শাহ আবিদ হোসেনকে পুলিশ লাইন্সের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে পুলিশের ঐতিহ্য অনুসারে গাড়িতে রশি বেধে টেনে বের করা হয়।
এর আগে রবিবার সন্ধ্যায় পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহের পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) শাহ আবিদ হোসেনের বিদায় এবং নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথি পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন ও নাবগত পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি, বিদায়ী অতিথির স্ত্রী পুনাকের বিদায়ী সভানেত্রী সুরাইয়া সুলতানা ও পুনাকের বর্তমান সভাপতি সভানেত্রী মিসেস কানিজ আহমার উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভুতি জানিয়ে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, নবাগত ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আনিচুর রহমান, অতিরিক্ত ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুঞা, জেলা প্রশাসক মিজানুর রহমান, র্যাবের অধিনায়ক লেঃ কর্ণেল এফতেখার উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, এডভোকেট আনিছুর রহমান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের এড বিকাশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার, টিআই সৈয়দ মাহবুবুর রহমান, ওসি বিপ্লব কুমার সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।