কুমিল্লা সিডি প্যাথ হসপিটালের আধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্সে’র শুভ উদ্বোধন
মাইনুল হক: কুমিল্লা সিডি প্যাথ হসপিটালের আধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে৷ আজ রবিবার ৮ ডিসেম্বর দুপুর ১২ টায় কুমিল্লা বাদুরতলার সিডি প্যাথ হসপিটালের নবম তলায় অপারেশন থিয়েটার কমপ্লেক্সটির শুভ উদ্বোধন করা হয়৷ উদ্বোধনের পর এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর আসনে সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোসলেহ উদ্দিন আহমেদ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ মুজিবুর রহমান পিএএ, সিডি প্যাথ এন্ড হসপিটালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আবু আইয়ুব হামিদ, হসপিটালের ব্যবস্থাপনা কমিটির পরিচালক ডাক্তার মোস্তাক আহমেদ প্রমুখ৷
প্রধান অতিথির বক্তব্যে হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন ৩০ বছর আগে কুমিল্লায় এত হসপিটাল ছিল না৷ এখন কুমিল্লাকে বলা যাবে সিটি অফ ক্লিনিক৷ আজকে কুমিল্লা সিডি প্যাথ হসপিটাল যে অপারেশন থিয়েটার কমপ্লেক্স গুলো উদ্বোধন করেছি, আমার মনে হয় কুমিল্লার অন্য কোন হসপিটালে এমন অপারেশন থিয়েটার কমপ্লেক্স আর নাই৷ তাই আমি অন্য হসপিটাল গুলোকে সিডি প্যাথ হসপিটালকে ফলো করার জন্য বলবো৷ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার গরীব রোগীদের চিকিৎসার জন্য কিডনি ডায়ালাইসিসের একটি বেড ফ্রি করার জন্য ২ লক্ষ টাকা প্রদান করেন৷ এরই সাথে সাথে সাবেক রোটারেক্ট গভর্নর দিলনাশি মোহসেন ডায়ালাইসিসের একটি বেড ফ্রি করার জন্য এক লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন৷