3569

কুমিল্লার ধর্ষণ ও ডাকাতি মামলার পালাতক আসামি ২০ বছর পর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার বারিকোটা গ্রামে ডাকাতি ও ধর্ষন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহিন (৪০) কে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতো দেবপুর ফাঁড়ি পুলিশের একটি দল চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে আটক করেছে।

পুলিশ সুত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বারিকোটা গ্রামে ১৯৯৯ সালের ১৭ অক্টোবর রাতে আবু তাহের মেম্বার নামের এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি ও ধর্ষনের ঘটনা ঘটে। এসংক্রান্তে বুড়িচং থানায় মামলা দায়ের করার পর থেকে গত ২০ বছর শাহিন পলাতক ছিল। বিগত ২০০৭ সালে বিচারে শাহিনের ১০ বছরের দন্ডাদেশ দেয় আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ শাহীন কাদিরের নেতৃত্বে সংগীয় ফোর্স গত বৃহস্পতিবার ২৮ নভেম্বর রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক জেলখানায় পাঠিয়ে দেয়।

ads
ad

পাঠকের মতামত