3353

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে মাদক, অস্ত্র, গুলি ও জালনোটসহ আটক-৯

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৯ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের থেকে বন্দুক গুলি ইয়াবা ট্যাবলেট জাল টাকা উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম রবিবার সকাল সাড়ে দশটায় এক সংবাদ সম্মেলনে জানান,গতকাল ২৩ নভেম্বর শনিবার জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। শনিবার ভোর সাড়ে ৫টায় অভিযানে দাউদকান্দি বলদাখাল এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবা এবং নিশাল পেট্রোল জীপ গাড়ীসহ ইয়াবা ব্যবসায়ী ইউসুফ আলী মানিক (৩০) কে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশের এসআই গোলাম আাযমের নেতৃত্বাধীন টিম।

ads

একই দিন বেলা পৌনে ৫ টার সময় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে মো:রিপন মিয়া (৩০) কে লোহার তৈরী দেশীয় পাইপগান ১ রাউন্ড কার্তুজ এবং ২ হাজার পিস ইয়াবাসহ সদর দক্ষিন উপজেলার গলিয়ারা ইউনিয়ন পরিষদের দেবীপুর এলাকা থেকে গ্রেফতার করেন।

ads

শনিবার বেলা পৌনে ২ টায় চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মুন্সিরহাট বাজার থেকে ২৮ টি এক হাজার টাকার জাল নোটসহ ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্চারামপুর এলাকার সাদিয়া বেগম (২৬) কে আটক করে।
একই দিন জরুরী সেবা ৯৯৯ তে ফোন পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি ট্রাক আটক করেন। এ সময় ট্রাক বোঝাই এক লাখ নয় হাজার চারশ পিস মুরগীর ডিম যার আনুমানিক মূল্য পৌনে আট লাখ টাকার উদ্ধার করেন। ঘটনার সাথে জড়িত থাকায় চৌদ্দগ্রাম উপজেলার আবদুল কাদের (৫৫),কিরণ মজুমদার (৩৬),আব্দুস ছালাম শাহিন (৩৮), ফেনী সদর এলাকার আব্দুল হান্নান শাওন (৩০) এবং বান্দরবান লামা মো:সোহেল(২১) কে আটক করেন। পুলিশ জানায়, ডিম বোঝাই ট্রাকটির চালক মো:আলমগীর হোসেন (৪০) চট্টগ্রামের উদ্দেশ্য রওনা করে। পথিমধ্যে উল্লেখিত আসামীরা ট্রাকটি ছিনতাই করে।
এদিকে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ্ উদ্দীনের নেতৃত্বে আজ রবিবার দিবাগত রাত ১২ টায় সদর উপজেলার জগন্নাথপুর এলাকার পাথুরীয়াপাড়ার মৃত হারুণ মিয়ার ছেলে অস্ত্রধারী মামুনকে অস্ত্রগুলিসহ আটক করে। আটক মামুনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় ৬ টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দায়িত্বে থাকা মো:আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আজিম উল-আহসান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

ad

পাঠকের মতামত