নদী বাঁচলে দেশ বাঁচবে: জেলা প্রশাসক কুমিল্লা
নিজস্ব প্রতিবেদক: নদীর সাথে বাংলাদেশের অতীত ইতিহাস-সংস্কৃতি এবং আর্থসামাজিক উন্নয়ন ওতোপ্রোতভাবে জড়িত। নদীকে শাসন করলে বিপর্যয় অবধারিত। তাই নদী শাসন নয়, নদীর প্রতি মমত্ববোধ বাড়াতে হবে। আর নদী বাঁচলে দেশ বাঁচবে- স্বভাবতই গোমতী নদী বাঁচলেও কুমিল্লা বাঁচবে। শনিবার (১৬ নভেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা আয়োজিত আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকার গোমতীনদীর চরে দেশজুড়ে নদীকেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীর এ কথা বলেন।
জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী চৌধুরী, গবেষক এড.গোলাম ফারুক, প্রত্নতত্ত্ব বিভাগের উপপরিচালক ড. আহমেদ আবদুল্লাহ,আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন।
আলোচনা অনুষ্ঠানের শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পিসহ আমন্ত্রিত শিল্পিদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে কুমিল্লা জেলার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।