কুমিল্লার সবেক ডিসি রেজাউল আহসান পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো: রেজাউল আহসানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি মো: কামাল উদ্দিন তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রেজাউল আহসানকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ দিকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো: কামাল উদ্দিন তালুকদার আগামী ৭ নভেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
ads
উল্লেখ্য মো: রেজাউল আহসান কুমিল্লা জেলা প্রশাসক হিসাবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
ads