সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত বরুড়ার জুয়েলের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়ের দেওয়ান্নগর গ্রামের রমিজ উদ্দিনের ছোট ছেলে ও কবি সোহেলের স্নেহের ছোট ভাই গাজি জুয়েল রানার মরদেহ রবিবার রাতে তার নিজ বাড়িতে পৌছায়।
নিহত জুয়েলের মরদেহ বাড়িতে পৌছালে পরিবারসহ এলাকাতে শোকের ছায়া নেমে আসে।
সোমবার(৪ নভেম্বর) সকাল ১০টায় দেওয়ান্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজার মুসুল্লির উপন্থিতিতে জানাযা ও দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য,গত ২৩ অক্টোবর সৌদি আরবের রিয়াদে রাস্তার পাশে গাছে পানি দেওয়ার সময় হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে জুয়েলকে চাপা দিলে ঘটনাস্থলে জুয়েল নি হত হয়।
দুই ভাই ও এক বোনের মধ্য নিহত জুয়েল সবার ছোট।
নিহতের বড় ভাই কবি সোহেল বলেন, সরকারকে অনেক ধন্যবাদ। সরকারের সহযোগীতায় আমার ছোট ভাইয়ের মরদেহ দেশে আনতে পেরেছি। সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন”।