2854

“বিডি ক্লিন” চৌদ্দগ্রাম শাখার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে বুকে ধারণ করে পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “বিডি ক্লিন” চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (৩ নভেম্বর) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ হায়দার শপিং মলের সামনে এ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর রসুল আহমেদ।

ads

“বিডি ক্লিন” কুমিল্লা জেলা সমন্বয়ক মো. মোসলেহ্ উদ্দীন শান্ত’র সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ আলম, মো. আনিসুর রহমান, ডা. ইউসুফ হোসাইন সুমন, বিডি ক্লিন চৌদ্দগ্রাম শাখার মনিটর মো. আব্দুর রহমান, সিনিয়র সদস্য মো. ইমাম হোসেন সহ চৌদ্দগ্রাম শাখার চার জন মনিটর ও ষাট জন সদস্য। প্রায় ৮০ জন সদস্যের উপস্থিতিতে ইভেন্টের শুরুতে পরিচিতি পর্ব, আলোচনা ও শপথ বাক্য পাঠ শেষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, যত্রতত্র ময়লা-আবর্জনা ছুঁড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে রেখে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপনসহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শ-সুনাগরিক হিসেবে পরিচিত করার প্রয়াসে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রথমদিকে বিভাগীয় পর্যায়ে কার্যক্রম শুরু করলেও ইতিমধ্যে জেলা, উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে এই সংগঠনটির কার্যক্রম চলছে। ২০১৬ সালের ৩ জুন প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ত্রিশ হাজার জন।

ads
ad

পাঠকের মতামত