টেকসই উন্নয়নে নির্মাণ শ্রমিকের ভূমিকা অপরিসীম: এড. টুটুল
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল বলেন, ক্ষুদ্র থেকে বৃহৎ সকল অবকাঠামো উন্নয়নে নির্মাণ শ্রমিকদের ঘাম জড়িয়ে রয়েছে। টেকসই উন্নয়নে নির্মাণ শ্রমিকের ভূমিকা অপরিসীম। নির্মাণ কাজে প্রযুক্তির ব্যবহার যেমন কাজকে সহজ করে তেমনি টেকসই করে। আর যে কোন পেশাতেই প্রশিক্ষন মানুষকে দক্ষ করে। প্রশিক্ষণের মাধ্যেমে যে জ্ঞান দক্ষতা অর্জন হবে বাস্তবক্ষেত্রে কাজে লাগাতে হবে। তাহলেই প্রশিক্ষন সার্থক হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচির মধ্যে রয়েছে ‘গ্রাম হবে শহর’। গ্রামে শহরের সুযোগ সুবিধা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। ‘গ্রাম হবে শহর’ কর্মসূচি বাস্তবায়নে টেকসই উন্নয়নে জোরদার করতে হবে।
গতকাল কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে টেকসই অবকাঠামো উন্নয়নে লক্ষ্যে রাজমিস্ত্রি ও নির্মাণ শ্রমিকদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড.আমিনুল ইসলাম টুটুল এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বেগম বকুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো.জাবেদ হোসেন। বক্তব্য রাখেন ইউজিডিপি’র প্রকল্প কর্মকর্তা রিপন আচার্য। রবিবার সকালে আদর্শ সদর উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহযোগীতায় আদর্শ সদর উপজেলা প্রকৌশলীর কার্য্যলয় এ প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়ন করেন। আগামি ৭ নবেম্বর পর্যন্ত এ প্রশিক্ষন কোর্স চলবে। এতে ৩০ জন রাজমিস্ত্রিকে প্রশিক্ষন দেওয়া হচ্ছে।