কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের জেলা হত্যা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক: রবিবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়। সকালে নগরীর রামঘাটস্থ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
ফুলের শ্রদ্ধা নিবেদনের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং জাতীয় চার নেতার সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী স্মরণে সকল নেতা-কর্মীগণ ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে সংক্তিপ্ত আলোচনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন। এসময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আলকাসুর রহমান কোকা, মো: ইলিয়াস মিয়া, সদস্য সাবেক অধ্যক্ষ এএইচএম সহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রূপম মজুমদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদুল মিজান, উপ-দপ্তর সম্পাদক সহিদ উল্লাহ সহ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।