2607

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: ১৭ অক্টোবর ২০১৯ “সবার আগে দৃষ্টি” এই প্রতিপাদ্য বিষয়কে বাস্তবায়নে কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র উদ্যোগে এবং অরবিস ইন্টারন্যাশনাল ও কাতার ফান্ড ফর ডেভেলোপমেন্ট এর সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সকাল ১০-০০টায় বিকো ও চক্ষু হাসপাতাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা: এ কে এম আব্দুস সেলিম। বর্ণাঢ্য শোভাযাত্রায় বিকো ও চক্ষু হাসপাতালের ষ্টাফ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় লোকজন অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে বিকো ও চক্ষু হাসপাতাল মিলনায়তনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ads

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র সহ-সভাপতি প্রদীপ কুমার পাল । অনুষ্ঠানে ‘সবার আগে দৃষ্টি’ এই প্রাতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন বিকো ও চক্ষু হাসপাতালের কসনালটেন্ট ডা: মৃণাল কান্তি ঢালী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা: এ কে এম আব্দুস সেলিম এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র সদস্য আবুল হাসানাত বাবুল। সভায় বক্তারা বিশ্বদৃষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং অন্ধত্ব নিবারনে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন এবং সকলের চোখের যতœ নিতে বলেন। সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা প্রতি বছরে ন্যায় এই বছরও সঠিক সময়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন করছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি দৃষ্টি শক্তিও নিশ্চিত করার বিষয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথি হিসেবে আজকের বিশ্বদৃষ্টি দিবস কর্মসূচীর উদ্বোধন করেন কুমিল্লা’র সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান। তিনি বলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লাসহ পাশ্ববর্তী জেলা থেকে আগত চক্ষু রোগীদের শেষ আশ্রয়স্থল এবং একমাত্র চক্ষু সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। চক্ষু চিকিৎসায় এই প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে। এই প্রতিষ্ঠানটি চক্ষু চিকিৎসা ছাড়াও স্কুল ছাত্র-ছাত্রীদের দৃষ্টি শক্তি পরীক্ষাসহ অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছে।

শোভাযাত্রায় অংশগ্রহন করেন নির্বাহী সদস্য মো: আব্দুল হালিম, মো: শাহজাহান সিরাজ, সদস্য মি. অশোক কুমার বড়ুয়া, ম্যানেজার স্পেশাল এ্যাফেয়ার্স ফরিদ উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশ্বদৃষ্টি দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলের মাঝে স্যুভেনির ও ক্যাপ বিতরণ করা হয়।

ads
ad

পাঠকের মতামত