কুমিল্লায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: কুমিল্লা ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ৩টায় কুমিল্লা সিটি কর্পোরেশন এর সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আল্লামা অধ্যক্ষ এম এ মতিন সাহেব, অর্থ সম্পাদক আলমগীর খান মাইজভাণ্ডারী, জুলুছ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ, আল্লামা মুফতি সাকিউল কাউসার, মাইনুল হাসান লেহিন, গাজী এম এ ওয়াহিদ সাবুরী, মানিক মিয়া খন্দকার, শাহ ইউনুছ বখশী, বোরহান উদ্দীন চৌধুরী ও কুমিল্লার বিভিন্ন দরবারের প্রতিনিধি সহ আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সকলে পবিত্র ঈদে-এ-মিলাদুন্নবী যথাযথ ভাবে পালন করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।