2488

চান্দিনায় রিক্সা সিএনজি চালক শ্রমিক পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ রাস্তা অছে যেখানে রিক্সা চলবে সেখানে, দুনিয়ার মজদুর এক হও লড়াই কর, এরকম নানা শ্লোগানে মুখরিত চান্দিনার হাড়িখোলা রিক্সা সিএনজি চালক শ্রমিক পার্টি কর্তৃক আয়োজিত মানববন্দনে। দক্ষিণ দেবিদ্বার সুলতানপুরের শ্রমিক নেতা মমতাজ উদ্দিন মজুমদারের নেতৃত্বে হাড়িখোলা মেইলগেইটে ফুটওভার ব্রীজ নির্মান, হাইওয়ে রোডের পাশে রিক্সা চলাচল, হাইওয়ে পুলিশ কর্তৃক আটককৃত রিক্সা মানবিক কারনে ফেরত,সুলতানপুরে গ্যাস সংযোগ প্রদান সহ ৬ দফা দাবীতে এ মানববন্দন অনুষ্ঠিত হয়।

মানববন্দনে বক্তারা তাদের দাবী বাস্তবায়নে প্রশাসনের নিকট জোর দাবী জানান। এ সময় হাইওয়ে পুলিশ,চান্দিনা ও দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক নেতা মমতাজ উদ্দিন দাবী অাদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ন আন্দোলন করে যাবেন বলে ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মজনুর রহমান,প্রচার সম্পাদক ফারুক হোসেন রিয়াদ, সদস্য মোঃ সবুজ,মোঃ জহির, মেহেদী হাসান, মোঃ রফিক সহ শতাধিক ব্যাক্তিবর্গ।

ads
ad

পাঠকের মতামত