সকলে মিলে সুখী সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠা করবো: মন্ত্রী তাজুল ইসলাম
স্টাফ রিপোর্টার: লাকসামে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপুজার বিজয়াদশমীর শেষদিনে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম.পি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সকলে মিলে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবো এই হোক আমাদের আজকের প্রতিমা বিসর্জনের অঙ্গীকার। আমাদের যুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশকে দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্র প্রতিষ্ঠা করার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করা। এ যুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হবো। আমরা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করবো।
মঙ্গলবার সন্ধ্যায় লাকসাম হাইস্কুল মাঠে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূইয়া, মোঃ জাকির হোসেন, লাকসাম পৌরসভা মেয়র অধ্যপক আবুল খায়ের, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম সাইফুল ইসলাম, লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা।