2460

ব্রাহ্মণপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ভূয়া জন্মসনদ তৈরি করে মেয়ের বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানাসহ বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১ ঘটিকায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা এ ব্যবস্থা নেন।

ব্রাহ্মণপাড়া রূপসী বাংলা কমিউনিটি সেন্টারে একটি বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সেখানে উপস্থিত হন। উপজেলার নাগাইশ গ্রামের কবির আহাম্মদের মেয়ের সাথে বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামের এক ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। উপজেলা নির্বাহী অফিসার মেয়ের বাবার নিকট জন্মসনদ এবং স্কুল সার্টিফিকেট চাইলে মেয়ের বাবা নকল জন্মসনদ উপস্থাপন করেন। জন্মসনদ ও স্কুল সার্টিফিকেটের সাথে জন্মতারিখ মিল না থাকায় এবং নকল জন্মসনদ তৈরি করে মেয়ের বিয়ের আয়োজন করায় মেয়ের পিতাকে নগদ ১০ হাজার টাকা জরিমানাসহ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না শর্তে মুচলেখা নেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া ছিদ্দিকা বলেন, কি ভাবে নকল জন্মসনদ তৈরি করা হয়েছে সেব্যাপারে তদন্ত করা হচ্ছে। জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ads
ad

পাঠকের মতামত