2445

বুড়িচংয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকা থেকে সোমবার সকালে ৫ হাজার ৯শত পিস ইয়াবাসহ এক ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ০৭ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলার বুড়িচং উপজেলাধীন কুমিল্লা সেক্টরের অধীনস্থ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর সংকুচাইল বিওপি’র সীমান্ত পিলার ২০৬৫/৫-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে জামতলা উত্তরপাড়া নামক স্থান হতে ৫,৯০০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত আসামীর নাম মোঃ রেজাউল হোসেন লিটন (১৯), পিতা- নায়েব আলী, গ্রাম- জমিরটিলা, পোষ্ট – উত্তর কলমছড়া, থানা – কলমছড়া, জেলা – সিপাহীজলা, ভারত। আটককৃত আসামীকে মাদকসহ কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০হাজার টাকা।

ads
ad

পাঠকের মতামত