কুমিল্লার লালমাই থানায় নতুন ওসি মো: আইয়ুবের যোগদান
স্টাফ রিপোর্টার: কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার লালমাই থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আইয়ুব। বুধবার (৯ অক্টোবর) বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মোহাম্মদ আইয়ুব পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নাঙ্গলকোট থানার ওসি হিসেবে অত্যান্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। পরে রাঙ্গামাটি জেলার গোয়েন্দা শাখার ওসি ডিবি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ বুধবার নবগঠিত লালমাই থানার ওসি হিসেবে বিদায়ী ওসি মোঃ বদরুল আলম তালুকদারের স্থলাভিষিক্ত হলেন।
মোহাম্মদ আইয়ুবের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। তিনি ২০০৩ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে সরাসরি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। যোগদানের পর কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
যোগদানের পর রাতে মোঃ আইয়ুব মুঠোফোনে জানান, মাদক, জঙ্গী, জুয়া ও বাল্য বিবাহের বিষয়ে কঠোর অবস্থানে থাকবেন তিনি। এসময় তিনি লালমাই উপজেলার জনগণের কাছে সহযোগিতা কামনা করেছেন।