2400

ভারত ও বাংলাদেশের মধ্যে সাতটি দ্বিপাক্ষিক চুক্তি

নিউজ ডেস্ক: ভারত ও বাংলাদেশের সাক্ষরিত হল সাতটি চুক্তি। শনিবার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এই চুক্তি সাক্ষরিত হয়। এদিন, হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী ও হাসিনা। তারপর যৌথ সাংবিক সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপাক্ষিক এই চুক্তির বিষয়টি জানান, যার মধ্যে উল্লেখ যোগ্য হল, ভারত বাংলাদেশের মধ্যে বন্দরের ব্যবহার, জল বন্টন, শিক্ষা, সংস্কতি, উপকূলীয় অঞ্চলে নজরদারি।

এছাড়াও, এদিন ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনটি প্রকল্পের সূচনা করেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারত উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য বাংলাদেশ থেকে এলপিজি গ্যাস আমদানি করবে। যা উভয় দেশের ক্ষেত্রেই ‘অত্যন্ত ভাল’ বলে জানান মোদী ও হাসিনা। পাশাপাশি সূচনা হয়, খুলনায় একটি কর্ম-দক্ষতা প্রতিষ্ঠানের ও ঢাকার রামকৃষ্ণ মিশনের জন্য বিবেকানন্দ ভবনের। এই ভবনে প্রায় ১০০ শিক্ষার্থী বসতে পারবেন বলে জানা গিয়েছে। এই দুই প্রকল্প বাস্তবায়নে ভারতের আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ads

শেখ হাসিনা এদিন ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ভারত বাংলাদেশের সম্পর্কের আধার পারস্পরিক বিশ্বাস। যা সময়ের সঙ্গে সঙ্গে পোক্ত হচ্ছে।’

আগামীকাল রবিবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ads
ad

পাঠকের মতামত