ক্যান্সার রোগী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদান প্রদান করলেন এমপি বাহার
মাইনুল হক: ক্যান্সার রোগী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদান প্রদান করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় কুমিল্লা শহীদ ধীরেনদ্র নাথ দত্ত স্টেডিয়ামে’র জেলা ক্রীড়া সংস্থার হল রুমে এ চেক বিতরণ করা হয়।
জেলার ২৪ জন ক্যান্সার রোগী ও ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৪০ লক্ষ ৩৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন হাজী বাহার।
চেক বিতরণ শেষে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মোনাজাত পরিচালনা করেন হাজী বাহার। মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদের সদস্য পাপাড়ী বসু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন প্রমুখ।