সদর দক্ষিণের গাবতলীতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার: কুমিল্লা সদর দক্ষিণের গাবতলীতে বিল্ডিং এর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহন (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাবতলী গ্রামের মাসুদ শেখ’র তৃতীয় তলা বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। সে গাবতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে।
জানা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়নের গাবতলী মধ্যম পাড়ার মাসুদ শেখের বাড়িতে কিছুদিন যাবত মোহন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) এর কাজ করে আসছে। বৃহস্পতিবার দুপুরে ওই বিল্ডিং এর সেন্টারিং মালামাল খোলার সময় ওই বাড়িটি ঘেষা বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩য় তলা থেকে মাটিতে পড়ে গুরুত্বর আহত হয়। আশঙ্কাজনত অবস্থায় তাকে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।
খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি ফাড়ির এসআই আনোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির জানান, নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট তার বাম হাতের তালু পুড়ে যায় এবং মাটিতে পড়ে মাথার একপাশ থেতলে পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়।