2316

দলের ক্ষতি করবে এমন লোকদের দলে জায়গা দেয়া হবেনা: এমপি বাহার

মাইনুল হক: আমার বিরুদ্ধে সেই ৮৪ সাল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছিল, এখনও সেই ষড়যন্ত্র চলছে। ২৩ বছর দলে পদ বঞ্চিত ছিলাম। আমাকে মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে দিয়েছিল। তাই সালে আমি সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করি। আমি সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার পরেও কুমিল্লার মানুষ আমাকে ভালবেসে ৩৩ হাজার ভোট দিয়েছিল। এই ভোট পাওয়ার কারণেই আমি মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাই

ads

আমি কুমিল্লা হাই স্কুলের ছাত্র ছিলাম। আমার বাবা ছিলেন এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আমরা পাঁচ ভাই, সবাই এই স্কুলের ছাত্র ছিলাম। সেই ছাত্র জীবন থেকে এই এলাকার প্রায় প্রত্যেকটি ঘরে আমার যাতায়ত এবং যোগাযোগ রয়েছে। আমি খুব তরুণ বয়সে কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছিলাম। এই মুগলটুলীতে অনেক বড় মাপের নেতা ছিল। বর্তমানে হারিয়ে গেছে

এভাবে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন কখন হয়েছে আমরা অনেকেই ভুলে গেছি। ঘরে বসে ব্যক্তি পছন্দের লোক নিয়ে কমিটি করা হত। এখনও অনেক জায়গায় এভাবে করে। আমি ছাত্রলীগ করতাম একসময়। জাতীর জনক বঙ্গবন্ধুকে ঘাতকরা ১৯৭৫ সালে হত্যা করে। সেই ১৯৭৫ সালে আমি ছাত্রলীগ ছেড়ে আওয়ামীলীগে যোগদান করি। সেই সময় আমি কুমিল্লায় আওয়ামীলীগের প্রতিটি নেতার সাথে যোগাযোগ করি। সেই শহর আওয়ামীলীগের কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য আমি কাজ করেছি। আজকে কুমিল্লা শহরের প্রতিটি পাড়ায় এবং মহল্লায় আওয়ামীলীগের কর্মী তৈরী হয়েছে আওয়ামীলীগের দুর্ঘ তৈরী হয়েছে। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার আদর্শকে লালন করে কাজ করতে হবে। আমাদের প্রতিটি কর্মীর কর্মকান্ডের সাথে দলের সুনাম জড়িত। বঙ্গবন্ধু শেখ হাসিনার সুনাম জড়িত। তাই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে শেখ হাসিনার যোগ্য কর্মী হিসেবে কাজ করতে হবে। ত্যাগের মহিমায় দলকে গড়তে হবে

ads

শুক্রবার সন্ধ্যায় নগরীর কুমিল্লা হাই স্কুল মাঠে মহানগর ০৫নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা০৬ সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী .. বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা .. বাহাউদ্দিন বাহার এমপি আরও বলেছেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বের যে দেশে যায়, সে দেশে সম্মানীত হয়। নেত্রী বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ দশ জন দেশ প্রধানের মধ্যে দ্বিতীয়। দলের ক্ষতি করবে এমন কোন লোকদের দলে জায়গা দেয়া হবেনা। আমার সাথে যারা কাজ করবেন তারা কোন প্রকার জায়গার দালালী করবেন না। যারা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বা কমিটিতে থাকবেন তাদের উদ্দেশ্যেও বলি, আপনার কেউ থানার দালালী করবেন না, আমাদের দলের ইমেজ খুন্ন কারার জন্য দলে আমরা কাউকে জায়গা দিবোনা। কুমিল্লা মুক্তিযুদ্ধের পথিকৃত। রাজনীতির পথিকৃৎ। পথিকৃৎ কুমিল্লার ঐহিত্য সমুন্নত রাখতে হবে। দলের পদ ভাঙ্গিয়ে কারো উপর নির্যাতন করা যাবে না। আর আজকে যাদেরকে কমিটিতে রাখা হবে তাদের ত্যাগের মহিমা নিয়ে রাজনীতি করতে হবে। কেউ ভিজিটিং কার্ড ব্যবহার করে বলবেন না আমি ওয়ার্ডের সভাপতি, আমি ওয়ার্ডেও সাধারণ সম্পাদক। তাহলে কমিটি বাতিল করে দিব

কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এর সভাপতিত্বে শেখ ফরিদ আল ফাত্তাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক সাবেক রিয়ার এডমিরাল আবু তাহের, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি কুমিল্লা জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, সহসভাপতি আব্দুল আলিম কাঞ্চন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান রানা, মহানগর স্বেছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক প্রমূখ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবির আহাম্মেদ ফটো, কুমিল্লা জেলা মহানগর আওয়ামীলীগের সহসভাপতি কুমিল্লা জেলা স্বাচিপের সভাপতি আব্দুল বাকী আনিছ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, সদস্য সাবেক কাউন্সিলর কাইয়ুম খান বাবুল, খোরশেদ আলম, হাজী আবদুল মালেক, মিজানুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, হাবিবুল আল আমিন সাদি সহ মহানগর আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় প্রবীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সম্মেলনে প্রধান অতিথি হাজী বাহার বক্তব্য শেষে মহানগর ০৫নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির নাম ঘোষণা করেন। ০৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নবগঠিত কমিটিতে সৈয়দ হাছির আহাম্মেদ নাঈমকে সভাপতি সাবেক কুসিক কাউন্সিলর . কে. সামাদ সাগরকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন

ad

পাঠকের মতামত